Hooghly

Apr 26 2023, 13:43

*চুরি গেল ভরি ভরি গয়না*


হুগলী: দিল্লীতে ছেলের কাছে গেছেন মা বাবা,

রাতে বাড়িতে কেউ ছিলনা,সেই সুযোগে তালা ভেঙে সর্বস্ব চুরি চন্দননগর নাড়ুয়ায়।চুরি গেছে ত্রিশ ভরি সোনার গহনা,নগদ পঞ্চাশ হাজার টাকা।

চন্দননগর নাড়ুয়ায় বছর দুয়েক আগে দোতালা বাড়ি করেছেন মিষ্টান্ন ব্যবসায়ী সুদীপ মোদক।পোলবার মহানাদ চৌমাথায় তার মিষ্টির দোকান।সুদীপ বাবুর ছেলে দেবমাল্য পাইলটের ট্রেনিং নিতে দিল্লীতে থাকেন।সেখানেই পাঁচ দিন আগে সস্ত্রীক গেছেন সুদীপ মোদক।তার নাড়ুয়ার বাড়ি দেখাশোনা করছিলো শ্বশুর বাড়ির লোকজন।গতকাল রাতে কেউ ছিলেন না বাড়িতে।

চুঁচুড়া শুঁড়িপাড়ায় শ্বশুর বাড়ি সুদীপ বাবুর।শ্বাশুড়ি রীতা দাস বলেন,জামাই কাল বাড়ি ফিরবে তাই আজ সকালে মেয়ের বাড়িতে আসি।দেখি সদর দরজার তালা ভাঙা।ঘরের ভিতরে আলমারিরও তালা লকার ভেঙে চুরি করে নিয়ে গেছে।দিনের বেলায় ছোটো মেয়ে এসে থাকত নাতনির পড়াশোনার জন্য।গতকাল আসেনি।চন্দননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Hooghly

Apr 26 2023, 13:42

*ভয়াবহ পথ দুর্ঘটনা! জখম ৫*


হুগলী: হুগলীর পোলবার আলিনগরের সোনাদার মাঠে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন।আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুগন্ধার গোটু থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া তারকেশ্বর রোড ধরে ডুবির ভেরি ফিরছিল অটো।আলিনগরের দিক থেকে একটি হুন্ডাই গাড়ি এসে অটোর মুখে ধাক্কা মারে।

রাস্তায় পাশে নয়ানজুলিতে গিয়ে পরে সেই অটো।এক মহিলা যাত্রী সহ চার জন যাত্রী এবং অটোর চালক গুরুতর আহত হন।পোলবা থানার পুলিশ অ্যাম্বুলেন্সে চাপিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়।দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল।

গতকালই বেপরোয়া মারুতির ধাক্কায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলাগড়ে।

Hooghly

Apr 23 2023, 18:47

*আচমকাই শ্রীরামপুরে গেলেন সুকান্ত মজুমদার*


পুরসভা নিয়োগের তদন্তে সিবিআই,,দেখুন আরো কিছু চোর ধরা পড়বে।এরপর হয়তো তিহারে তৃণমূলের কোন ইউনিট খুলতে হবে।২০১১ সালের পর থেকে এমন কোন নিয়োগ হয়নি যেখানে দুর্নীতি হয়নি। প্রত্যেকটি পুরসভায় দলের ক্যাডারদের কে নেওয়া হয়েছে কোথাও স্থায়ী কোথাও অস্থায়ীভাবে। পুরসভা গুলো অর্থনৈতিকভাবে নুব্জ হয়ে পড়েছে যা আয় তার থেকে ব্যয় বেশি হচ্ছে।পুরসভা চালাতে পারছে না সাধারণ মানুষকে পরিষেবাও দিতে পারছে না। ভয়ংকর একটা অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে পশ্চিমবঙ্গের সরকার।

বাংলার মানুষকে উনি চেনেন না জানেন না। উনি প্যারাসুটে নেমেছেন।এখন কোটি কোটি টাকা খরচা করে ফাইভ স্টার তাবু তৈরি হয়েছে।আমার মোহাম্মর গদ্দাফির কথা মনে পরছে।তিনি হোটেলে থাকতে পারতেন না সেকারনে তাঁবু থাকতেন।

তাপস সাহা শুধু নয় প্রত্যেকটি জেলার তৃণমূলের বিধায়করা টাকা নিয়ে এভাবে চাকরি দিয়েছেন।এমন কোন বিধায়ক নেই যে নিজের প্যাডে লিখে সুপারিশ করেননি আজ নয় কাল সেগুলো সিবিআই এর হাতে যাবে।এবং এই সমস্ত চিঠি ১৪ তলের একটি ঘরে কম্পাইল হয়েছিল।আস্তে আস্তে সব মাথারা ধরা পড়বে।

রাজ্যের শিশু সুরক্ষা কমিশন ঠান্ডা ঘরে বসে শুধু হাওয়া খায় তাদের দেখা যায় না। যখন কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন আছে তখন কুম্ভকর্নের ঘুম ভাঙে।কেন্দ্রীয় কমিশন না এলে তাদের ঘুম ভাঙ্গে না। নিজেও কিছু কাজ করুন সব সময় কেন্দ্রের উপর নির্ভর করলে হয়না।

আমি নিজে গিয়েছিলাম কালিয়াগঞ্জে। নাবালিকার পরিবার এবং গ্রামবাসীরা সিবিআই তদন্ত চাইছে।আর পুলিশ ঘটনা ধামাচাপা দিতে চাইছে।স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধানের ভূমিকা ও সন্দেহ জনক।সালিশির জন্য ডেকেছিল।টাকা দিয়ে মিটিয়ে নিতে বলে।একজন কেন আত্মসমর্পণ করবে

মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মী অনুষ্ঠান থেকে যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত লজ্জাজনক।

ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন আমারা সবাই যদি এক হই অর্থাৎ মুসলিমদের বলছেন, সেটা সাম্প্রদায়িক হয় না।কোন বিজেপি যদি বলে সব হিন্দু এক হয়ে ভোট দাও তাহলে সেটা সাম্প্রদায়িক হয়।অদ্ভুত সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে আছি।উনি একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। 

আমি মুসলিম ধর্মের মানুষদের এই মহিলাকে আর ডাকবেন না। ইনি আপনাদেরও অপমান করছেন আপনাদের ধর্মকেও অপমান করছেন।

Hooghly

Apr 23 2023, 16:38

*শুরু হল জগন্নাথ দেবের চন্দন যাত্রা*


রবিবার ৬২৭ বছরের প্রাচীন এবং ঐতিহ্যবাহী হুগলির মহেশের জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবের সূচনা হলো। এর সঙ্গে সঙ্গে এ বছরের রথযাত্রারও শুভ সূচনা হলো। এদিন ছিল অক্ষয় তৃতীয়া, এই দিনই পৃথিবীর যেখানে যত জগন্নাথ দেবের মন্দির আছে সেখানেই প্রভুর চন্দন যাত্রা উৎসব পালিত হয়। এই উপলক্ষে এদিন সকাল থেকেই চন্দন যাত্রা উৎসবকে ঘিরে মহেশের জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল।

 দলে দলে মানুষজন এসে প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা প্রত্যক্ষ করেন তার সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়ারও বিশেষ পূজা পাঠ হয়। এ ব্যাপারে বলতে গিয়ে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান বছরের চারটি দিন হচ্ছে খুব শুভ, এর মধ্যে রয়েছে পহেলা বৈশাখ দ্বিতীয়টা হচ্ছে অক্ষয় তৃতীয়া তৃতীয় দিন হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন এবং চতুর্থ হচ্ছে বিজয়া দশমী। 

এদের মধ্যে সবথেকে পুন্য দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। কারণ এই দিনে যা কিছু হয় সবই অক্ষয় হয়ে যায়। যা ভালো করলেও সেটা অক্ষয় হয় কোন খারাপ কাজ করলেও অক্ষয় হয়। এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছিল, মহাভারতের সূচনা হয়েছিল এদিন সত্যযুগ শুরু হয়েছিল এবং এই দিনই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবেরও শুরু হয়। তাই এই পবিত্র দিন টি বিশেষভাবে আমাদের এই জগন্নাথ মন্দিরে পালিত হয়, সকাল থেকেই ভক্তরা মন্দিরে এসে চন্দন বেটেছেনএবং সেই থোকা ধোকা চন্দন জগন্নাথ দেব বলরাম সুভদ্রার কপালে লেপে দেয়া হয়েছে। ৬২৭ বছর ধরে মহেশের জগন্নাথ দেব দারু ব্রহ্ম বা নিম কাঠের তৈরি, ৬২৭ বছর ধরে এই মূর্তিকেই আমরা পুজো করে আসছি, প্রতিদিনই তার পূজার্চনা হয়। আজকের এই চন্দন যাত্রা যেটা শুরু হল এই পর্ব চলবে আগামী ৪২ দিন পর্যন্ত এবং এই ৪২দিন পরেই শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা,বলতে গেলে এই দিন থেকেই রথযাত্রার সূচনা পর্ব শুরু হয়ে গেল।

Hooghly

Apr 18 2023, 15:35

*ব্রীজের ওপর ভয়াবহ দুর্ঘটনা*


কুন্তি নদীর উপর ব্রীজে ধাক্কা,ব্রীজ ভেঙে ঝুলতে থাকে কয়লা বোঝাই লরি।কয়লা খালি করে লরি সরানোর চেষ্টায় পুলিশ।আজ ভোরে একটি কয়লা বোঝাই লরি পোলবার গোটু ব্রীজে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।লরির সামনের চাকা ব্রীজ থেকে ঝুলতে থাকে।ঘটনায় চুঁচুড়া তারকেশ্বর রোডে সায়মিক যান চলাচল বন্ধ হয়ে পরে।পোলবা থানার পুলিশ ক্রেন নিয়ে এসে লরি সরানোর চেষ্টা করে।মহেশ্বরপুরের দিক থেকে লরিটি রাজহাটে যাচ্ছিল বলে জানা গেছে।

Hooghly

Apr 15 2023, 17:58

*ব্যাঙ্কে চাকরি দেওয়া নামে প্রতারণা*


শিক্ষা নিয়োগের দুর্নীতির পর এবার ভুয়ো ওয়েবসাইট তৈরী করে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে প্রতারণা,শিক্ষিত প্রতারকদের কীর্তিতে অবাক পুলিশও।

ত্রিবেনীর বাসিন্দা মনোজিৎ সাউ গত ১লা ফেব্রুয়ারী মগড়া থানায় অভিযোগ দায়ের করেন।বেসরকারি(বন্ধন) ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা করার।প্রতারিত হন মনোজিৎ এবং তার স্ত্রী।অভিযোগ পেয়ে মগড়া থানার পুলিশ তদন্তে নামে।নদীয়ার রানাঘাট থেকে পাঁচজনকে গ্রেফতার করে।ধৃত চন্দন রায়,সৌগত বৈরাগী,অর্নব বিশ্বাস, সৈকত গাঙ্গুলী ও সঞ্জয় দাসের বাড়ি রানাঘাটে।

ধৃতদের কাছ থেকে আটটি মোবাইল ফোন,একটি ল্যাপটপ নগদ চল্লিশ হাজার টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করে গতকাল চুঁচুড়া আদালতে পেশ করে ছয়দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য আজ মগড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান,এই চাকরি প্রতারনা চক্র আগে একবার কলকাতা পুলিশের হাতে ধরা পরেছিল।ধৃতদের মধ্যে সুজয় দাস কম্পিটার নিয়ে পড়াশোনা করেছে।প্রতারনার জন্য টপ মডেলের আই ফোন দামি ল্যাপটপ ব্যবহার করত।বেসরকারি ব্যাঙ্কের ভুয়ো ওয়েব সাইট তৈরী করে ফেসবুক বিভিন্ন সমাজ মাধ্যমে জাল ছড়িয়ে শিকার ধরত।প্রথমে ফর্ম ফিলাপের জন্য অল্প টাকা এরপর রেজিষ্ট্রেশনের নামে কয়েক হাজার।

তারপর চাকরির নিয়োগ পত্র দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিত।মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে এই প্রতারনা চক্র ফেঁদে বসেছিল অভিযুক্তরা। আরো অনেককে এধরনের প্রতারনা করা হয়েছে তাদের তালিকা পাওয়া গেছে।তাদের সঙ্গেও কথা বলবে তনন্তকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন,এই তদন্তে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার সেল সাহায্য করেছে।গত এক মাসে সাইবার প্রতারনার ত্রিশ লক্ষ টাকা উদ্ধার ও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে হুগলি গ্রামীন পুলিশ।

Hooghly

Apr 15 2023, 17:48

পথশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ হুগলির গোঘাটে


হুগলি:সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই পথশ্রী প্রকল্পে দুর্নীতিতে জেরবার হুগলির গোঘাট।

দুর্নীতির জেরে একাধিক রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামের মানুষ।

যেমন রাস্তায় ভরাটি বালি দিয়ে ঢালাই করা হচ্ছে তো তেমনি রাস্তার সঠিক মাপে কাজ না হওয়ারও অভিযোগ উঠেছে।সেই অভিযোগ তুলে কখনো গোঘাটের জগতপুর তো আবার কখনো গোঘাটের গোবিন্দপুরে বিক্ষোভ দেখিয়ে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ বন্ধ করে দেয়।শুক্রবার ও শনিবার দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় গোঘাটের গোবিন্দপুরে।

রাস্তা তৈরীরএকদিনের দিনের মধ্যেই রাস্তায় ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে।গোঘাটের গোবিন্দপুর থেকে দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় কয়েক দিন আগে।আর সেই কাজ ঘিরেই বিতর্ক উঠেছে।গ্রামের মানুষের দাবি উন্নতো মানের মাল সামগ্রী দিয়ে কাজ করতে হবে।

তবে ঘটনায় দূর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানান, গোঘাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল।তিনি বলেন, সঠিক মাল সামগ্রী দিয়েই কাজ করানো হবে।দ্রুত পঞ্চায়েত সমিতির একটি টিম পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Hooghly

Apr 13 2023, 18:56

*তারকেশ্বরে ভক্তদের সমারোহ*

নীল ষষ্টি উপলক্ষে হাজার হাজার ভক্তের ভিড় তারকেশ্বর মন্দিরে।সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শিব পার্বতীর বিবাহ।ঢেলে সাজানো হয়েছে তারকেশ্বর মন্দির।বাজি প্রদর্শনীর শিব পার্বতীর বিবাহ উৎসব পালিত হবে সন্ধ্যায়।

গত ১৬ ই মার্চ থেকে শুরু হয়েছে চৈত্রের গাজন উৎসব।

রাজ্যে তথা দেশের ভিবিন্ন প্রান্ত থেকে গত ১৬ ই মার্চ বাবার ভক্তরা তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে স্নান করে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে উত্তরীয় নিয়ে নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্র ধারণ করে ব্রত পালনে নিয়োজিত হন। এক মাস যাবৎ ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর ফল এবং রাত্রে হব্যিসি রান্না ভোজন করে শিব গোত্রের ব্রত পালন করে আসছেন।গত এক মাস ধরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে তারকেশ্বর মন্দিরে।

আজ নীল ষষ্টি উৎসব অর্থ্যাৎ আজকের দিনেই শিব পার্বতীর বিবাহ উৎসবের আয়োজন করা হয় তারকেশ্বর মন্দির।

গত কাল অনুষ্ঠিত হয়েছে চরক উৎসব,যা আজ পালিত হচ্ছে গোটা রাজ্যে।

শিবরাত্রি উপলক্ষে গোটা দেশ জুড়ে শিব পার্বতীর বিবাহ পালন করা হলেও এরাজ্যে শিবরাত্রি কে ব্রত হিসাবে পালন করা হয় এবং নীল ষষ্টি দিন অর্থাৎ আজ এরাজ্যে পালিত হয় শিব পার্বতীর বিবাহ উৎসব।সেই মত তারকেশ্বর মন্দিরেও শিব পার্বতীর বিবাহ উৎসব পালিত হবে সন্ধ্যায়।

নীল ষষ্টি উপলক্ষে আজ সকাল থেকেই পরিবার ও সন্তান দের মঙ্গল কামনায় ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল তারকেশ্বর মন্দিরে।

পাশপাশি যারা শিব গোত্র ধারণ করেছিলেন তারা মন্দিরের আদেশে আগামী কাল রাত বারোটার পর পুনরায় শিব গোত্র ত্যাগ করে নিজ গোত্র ধারণ করবেন।

Hooghly

Apr 12 2023, 13:52

*বেতন না বৃদ্ধি পাওয়ায় ফের বিক্ষোভ*


হুগলী:বকেয়া বেতন, সময়ে বেতন না পাওয়ার প্রতিবাদে হুগলী চুঁচুড়া পৌরসভা র সামনে চুঁচুড়া ত্রিবেণী রোড অবরোধ পৌরসভার মজদুরদের।এর আগেও বহুবার তারা বিক্ষোভ দেখিয়েছে পৌরসভায়, কিন্তু ফল হয়নি কিছুই।অভিযোগ গতমাসে ২১তারিখ তাদের বেতন হয়েছিল, এ মাসে এখনও তাদের বেতন হয়নি।

আর দুদিন পরেই নববর্ষ, অন্যদিকে রোজার মাস, স্বাভাবিকভাবে, আর্থিক সংকট উৎসবের মাসে।

আর এর দাবিতেই পথ অবরোধ, যদিও অ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ী কে ছাড় দেওয়া হয়েছে এই বিক্ষোভ এর মাঝে। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ। প্রায় চার ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। পরে পুলিশের মধ্যস্ততায় বিক্ষোভ থেকে সরে আসে তারা।

Hooghly

Apr 09 2023, 19:22

*রিষড়া কান্ডের জেরে কোন্নগরে সিপিএমের মিছিল*

রবিবাসরীয় বিকালে সম্প্রীতির মহামিছিল রিষড়ার ঘটনা নিয়ে। বামপন্থী দলগুলির ডাকে কোন্নগর বাটার মোড় থেকে উত্তরপাড়ার গৌরী সিনেমা হল পর্যন্ত এই মিছিলে সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সিপিআই ছাড়াও যোগ দেয় এসইউসিআই ও সি পি আই এম এল।  মিছিলে পা মিলিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম , রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য নেতৃত্বরা।

 সেলিম বলেন , গোটা রাজ্যের মানুষ শান্তি চায় তারা চোর যোচ্চোর গুন্ডা বদমাশ সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়তে চায়। ধর্মের নামে যারা হানাহানি করছে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ। জেলায় জেলায় নামছে আজ হুগলীতে, কালকে হাওড়ায় নামবে। এই সংস্কৃতি আগে ছিল না।উৎসব মানে মিলন উৎসব। মানুষকে আলিঙ্গন করা কোলাকুলি করা। তরোয়াল ত্রিশূল বন্দুক পিস্তল নিয়ে ধর্মীয় জিগির তুলে আসলে ভোট বাড়ানোর যে ফিকির তাকে মানুষ ধিক্কার জানাচ্ছে। পুলিশের সামনে এ ধরনের ঘটনা ঘটলে সেটা ব্যর্থতা।বাবরি ধ্বংসের পর ৯২ সালে পুলিশকে সারাদেশে আধুনিক করা হয়েছে। 

রামনবমীর মিছিল থেকে হামলার ঘটনা নিয়ে আল-কায়দার হুমকি প্রসঙ্গে সেলিম বলেন, যাহা ৫২ তাহাই ৫৩। আল কায়দা আরএসএস, আইসিস, এরা সব ধর্মের নামে নিজেদের লেজ মোটা করতে চাইছে।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিমান বসু বলেন , হাওড়া শিবপুরে অশান্তি হবে মুখ্যমন্ত্রী নাকি একমাস আগে গন্ধ পেয়েছিলেন। তাহলে গোয়েন্দা লাগিয়ে সেটা আটকালেন না কেন?অশান্তি তো অঙ্কুরেই ঠেকানো যেত।